• February 19, 2025

লক্ষ্মীছড়িতে র‌্যাব’র অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস, আটক ১

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় র‌্যাব’র অভিযানে দুর্গম পাহাড়ে গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ দুর্গম পাহাড়ে এ অভিযান চালায়। এসময় এক যুবককে আটক করা হয়।

লক্ষ্মীছড়ি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি বিশেষ টীম দুর্গম পাহাড়ে গাঁজা ক্ষেতের সন্ধান পেয়ে মঙ্গলবার রাতে সদর থেকে ১৫কি: মি: দুরে ইন্দ্রসিং কার্বারী পাড়ায় অভিযান চালায়। অভিযানে একটি গাঁজা ক্ষেতে ৯২টি গাঁজা গাছ সনাক্ত করে তা ধ্বংস করে।

এসময় গাঁজা ক্ষেতের মালিক পালিয়ে গেলেও জুসি চাকমা(১৯) পিতা- সুনিতি বিকাশ চাকমাকে আটক করে থানায় হস্তান্তর করলে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে। মামলা নাম্বার-০১, তাং ২১.১০.২০২০ইং।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবির জানান, গাঁজা চাষের নমূনাসহ একজন আসামীকে পুলিশের কাছে র‌্যাব-৭ এর পক্ষ হতে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে লক্ষ্মীছড়ি থানায় মামলা দায়ের করা হয় এবং আসামীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post