লক্ষ্মীছড়িতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Homeস্লাইড নিউজশিরোনাম

লক্ষ্মীছড়িতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু খুন
“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত দীঘিনালায়
“ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয়” শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

৫ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।

উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস মো: বিলাস স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ব্যপারী, লক্ষ্মীছড়ি শ্রমিক সমবায় সমিতির সভাপতি মো: মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ।

উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, ওসি তদন্ত সমীর চন্দ্র সরকারসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, অভিভাবক, সমবায় অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।