লক্ষ্মীছড়ি ইউএনও ইশতিয়াক ইমন’র বিদায় সংবর্ধনা, যাচ্ছেন আনোয়ারা

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

লক্ষ্মীছড়ি ইউএনও ইশতিয়াক ইমন’র বিদায় সংবর্ধনা, যাচ্ছেন আনোয়ারা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠন ও সর

মানিকছড়িতে স্কুল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন
মানিকছড়িতে সেচ প্রকল্পে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ
স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মানিকছড়িতে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠন ও সরকারি কর্মকর্তা-কর্মচারিরা। সরকারি এক আদেশে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বদলী হলে শেষ কার্যদিবসে এ সংবর্ধনা দেয়া হয়।

সোমবার রাতে লক্ষ্মীছড়ি অফিসার্স ক্লাবে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নাহিয়ান আখন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া। পরে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন এর হাতে পরিষদের পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, লক্ষ্মীছড়ি সংগীত বিদ্যালয়ের পক্ষ হতে সাংবাদিক মো: মোবারক হোসেন, শিক্ষক সমিতির পক্ষ হতে ললিত কুমার চাকমা এবং ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সবশেষে অফিসার্স ক্লাবের পক্ষ হতে সংবর্ধনা দেয়া হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টাফরা সংবর্ধনা দেন বিদায়ী ইউএনও মো: ইশতিয়াক ইমনকে।

গত ২০২৩সালের ২৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন কক্মবাজার জেলার মহেষখালী উপজেলায় বদলী হলে ২০২২সালের ১০ মার্চ বৃহস্পতিবার মো: ইশতিয়াক ইমন লক্ষ্মীছড়ি উপজেলায় যোগদান করেন। প্রায় ১০মাস ২০ দিন লক্ষ্মীছড়ি উপজেলায় কর্মকালীন সময়ে আধুনিকতার ছোঁয়ায় লক্ষ্মীছড়ি উপজেলাকে এগিয়ে নিতে উন্নয়ন ও পরিবর্তনের নতুন দৃশ্যপট সৃষ্টি করেছেন তিনি। ইউএনও মো: ইশতিয়াক ইমন এর আগে সিনিয়র সহকারি কমিশনার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নেজারত ডেপুটি কমিশনার(এনডিসি) দায়িত্ব পালন করেন।

এছাড়াও সিলেট জকিগজ্ঞ উপজেলার এসি (ল্যান্ড)’র দায়িত্ব পালন করেন ৩৪তম বিসিএস’র এই ক্যাডার অফিসার। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় হতে তিনি বিএস ইন এগ্রিকালচারাল ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে এমএস ইন এগ্রোনমি পাশ করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব সাসেক্স হতে ডেভেলপমেন্ট স্টাডিজে তিনি আরো একটি মাস্টার্স করেন। সহধর্মিণী মিজ্ জেসমিন আক্তার খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।

এদিকে মো: ইশতিয়াক ইমন আনোয়ারা উপজেলায় বদলী হওয়ার কারণে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী লক্ষ্মীছড়ি উপজেলায় অতিরিক্ত ইউএনও’র দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।