• December 12, 2024

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে কে কত ভোট পেয়ে বিজয়ী হলেন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীকে বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্য্যান তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাজু চাকমা দিপান্তর ও স্বতন্ত্র প্রার্থী তীর-ধনুক প্রতীকের সুমনা চাকমা নির্বাচিত হয়েছেন। ১৮ মার্চ ভোট গ্রহণ শেষে গভীর রাতে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল ফলাফল ঘোষণা করেন। সন্ধ্যার দিকে ৫টি কেন্দ্রের ফলাফল আসলেও দুরবর্তি কেন্দ্রগুলোর ফলাফল আসতে দেরি হওয়ায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে কিছুটা বিলম্বে।

১১টি কেন্দ্রে ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে সরকার দলীয় নৌকা প্রতীক প্রার্থী বাবুল চৌধুরী ৪হাজার ৫৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে রাজেন্দ্র চাকমা পেয়েছেন ৩হাজার ৮১০ ভোট। এছাড়াও অপর প্রার্থীরা স্বপন চাকমা দোয়াত কলম প্রতীক পেয়েছেন ১হাজার ৭১০ ভোট, অংগ্য প্রু মারমা মোটরসাইকেল প্রতীক ১হাজার ২০ ভোট ও নিলবর্ণ চাকমা ঘোড়া প্রতীক ২’শ ৪৩ ভোট পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রাজু চাকমা দিপান্তর তালা প্রতীক ৪হাজার ৮১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি উল্যাচি মারমা চশমা প্রতীক পেয়েছেন ৩হাজার ২৬০ ভোট এবং মো: নুরে আলম টিউবওয়েল প্রতীক ৩হাজার ১১০ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমনা চাকমা তীর-ধনুক প্রতীক ৩হাজার ৮৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি মিনুচিং মারমা পদ্ধফুল পেয়েছেন ৩হাজার ৫২৯ ভোট এবং মেরিনা চাকমা ফুটবল প্রতীক পেয়েছেন ২হাজার ৭২২ভোট এবং রতœা চাকমা কলস প্রতীক পেয়েছেন ১হাজার ৫৯ ভোট। লক্ষ্মীছড়ি উপজেরায় মোট ভোটার ১৮হাজার ২৯৯জন। ভোট কাস্ট হয়েছে ১১হাজার ৮১৭ ভোট। শতকরা ৬৪.৫৮ ভাগ ভোট পরেছে।

এদিকে ঘোষিত ফলাফলে দেখা যায় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিজয়ী প্রার্থী নৌকা প্রতীকের বাবুল চৌধুরী সব চেয়ে বেশি ভোট পেয়েছেন কুতুবছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১হাজার ১২১ ভোট। এখানে নিকটতম প্রতিদ্বন্ধি আনারস প্রতীক রাজেন্দ্র চাকমা পেয়েছেন ৩’শ ৯৪ ভোট। সব চেয়ে কম পেয়েছেন ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ১৬ ভোট। পরাজীত প্রার্থীদের মধ্যে চতুর্থ অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী অংগ্য প্রু মারমা মোটরসাইকেল প্রতীক সব চেয়ে বেশি ভোট পেয়েছেন নিজ কেন্দ্র মংহলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২’শ ৭৪ ভোট। সব চেয়ে কম ভোট পেয়েছেন মাত্র ২ভোট বর্মাছড়ি জুনিয়র হাইস্কুল ভোট কেন্দ্রে। পরাজীতদের মধ্যে সবশেষ অবস্থানে থাকা ঘোড়া প্রতীকের নিলবর্ণ চাকমা মোট ভোট পেয়েছেন ২’শ ৪৩টি। ৩টি কেন্দ্রে পেয়েছেন ৪ভোট করে। সব চেয়ে বেশি ভোট পেয়েছেন মংহলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬০ ভোট। আর বিজয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পুরুষ ভা্সি চেয়ারম্যান পদে রাজু চাকমা দিপান্তর তাল প্রতীক ৪হাজার ৮১৩ ভোট।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post