• December 10, 2024

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন যারা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মনোনয়ন পত্র সংগ্রহ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অংগ্য প্রু মারমা। উপজেলা নির্বাচন অফিসার কিরন বিকাশ চাকমার হাত দিয়ে সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যা জয়া চাকমাকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ পর্যন্ত ৫জন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন অফিস সাংবাদিকদের এ তথ্য জানান। উপজেলা নির্বাচন কর্মকর্তা কিরণ বিকাশ চাকমা জানান, শুক্রবার পর্যন্ত চেয়ারম্যান পদে ৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন পত্র যারা সংগ্রহ করেছেন তারা হলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অংগ্য প্রু মারমা(স্বতন্ত্র), উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী (আ’লীগ), সাবেক লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা(স্বতন্ত্র), সাবেক বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান স্বপন চাকমা(স্বতন্ত্র), সাবেক বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান নিলবর্ণ চাকমা(স্বতন্ত্র)।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরে আলম, লক্ষ্মীছড়ি বিআরডিবি’র ইউসিসিএলি: চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজু, উল্লাচিং মারমা ও নীলবর্ণ চাকমা। তবে নীলবর্ণ চাকমা চেয়ারম্যান পদেও মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সুমনা চাকমা, মেরিনা চাকমা, মিনুচিং মারমা মিতালী চাকমা ও রতœা চাকমা। আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নিশ্চিত করা হলেও অন্যান্য প্রার্থীরা এখনো নিজস্ব অস্থান স্পষ্ট করেন নি।

১৮ ফেব্রুয়ারি জমা দেয়ার শেষ দিন। যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি এবং ১৮ মার্চ ভোট গ্রহণের দিন ধার্য্য করেছে নির্বাচন কমিশন। লক্ষ্মীছড়ি উপজেলা মোট ভোটার ১৮হাজার ২’শ ৯৯জন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post