• September 14, 2024

লক্ষ্মীছড়ি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলছে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীছড়ি কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম চলছে। সারা দেশের মতো অন্যান্য কলেজের ন্যায় কলেজটিতে আগামী ২৩মে পর্যন্ত প্রথম ধাপে ভর্তির আবেদন চলমান থাকবে। উপজেলার একমাত্র কলেজ ও বিগত বছরে পাশকৃত ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলের উপর ভিত্তি করে চলতি বছরে কলেজটিতে একাদশ শ্রেণিতে ভর্তির ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে কলেজ সূত্র জানিয়েছে।

বিগত বছরে কলেজটিতে থেকে পাশকৃত অত্র উপজেলার ছাত্র-ছাত্রীরা ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় সুযোগ পেয়েছে। বিগত বছরগুলোর মত কলেজটির পাঠদান ভালে বলে কলেজের ছাত্র-ছাত্রীরা জানান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামেরর(EIIN:১০৬৭৯৫) আওতাধীন কলেজটিতে বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা বিদ্যাপীঠকে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের পছন্দ তালিকার শীর্ষে রাখার আহ্বান জানিয়েছে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী মর্তুজা।  প্রভাষকবৃন্দরা জানান, পার্শ্ববর্তী অন্যান্য কলেজের তুলনায় অত্র কলেজে পড়া লেখার মান অনেক ভালো। ভবিষ্যতে আরো ভালো মানের পাঠদানে কলেজ পরিবার আরো সতর্ক থাকবে। আগামী ১জুলাই ১ম বর্ষের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হবার কথা রয়েছে।

উল্লেখ্য লক্ষ্মীছড়ি কলেজটি বিগত ১০ডিসেম্বর প্রধানমন্ত্রী কার্যালয়ের এক পত্রে উপজেলা পর্যায়ে কলেজ সরকারিকরণ ঘোষণার আওতায় রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post