লক্ষ্মীছড়ি জোন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা সদর ও দেওয়ান পাড়া একাদশ ফাইনালে
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্টে লক্ষ্মীছড়ি উপজেলা সদর একাদশ ও দেওয়ান পাড়া একাদশ অপরাজিতভাবে ফাইনালে ওঠেছে। টুর্নামেন্টর তৃতীয় রাউন্ডে বানরকাটা একাদশকে ২-১গোলে হারিয়ে দেওয়ান পাড়া একাদশ এবং অপর ম্যাচে ময়ূরখীল এমকে রাইডার্স একাদশকে ৪-০গোলে হারিয়ে লক্ষ্মীছড়ি উপজেলা সদর একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সোমবার ও মঙ্গলবার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত সোমবার তুমূল উত্তেজনাপূর্ণ ম্যাচে বানরকাটা একাদশ বার বার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। শেষ মিনিটে বল গোলবাড়ে লেগে ফেরত না আসলে গোলের সমতায় ভাগ্য নির্ধারন হতো ট্রাইবেকারে। এদিকে ২৮ জানুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে প্রতিদ্বন্ধিতায় নামে লক্ষ্মীছড়ি উপজেলা সদর একাদশ ও ময়ূরখীল এমকে রাইডার্স একাদশ। যথারীতি বিকাল ৩টায় শুরু হয় ম্যাচটি। খোলা শুরু হওয়ার ৫মিনিটের মাথায় ৬নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সাইফুল ইসলাম রাব্বী গোলের সূচনা করেন। এর পর ১৭মিনিট ও ২৫ মিনিটের সময় আরো ২টি গোল করে দলকে বিশাল ব্যবধানে এগিয়ে রাখে দলকে। দ্বিতীয়ার্ধে ২০মিনিটের সময় লক্ষ্মীছড়ি উপজেলা সদর একাদশ একই ৪র্থ গোলটি করে ফাইনালে কোনো অঘটনা না হলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার নামটিও নিশ্চিত করেন। এদিকে ৩টি শক্তিশালী টীমকে হারিয়ে ফাইনালে খেলার প্রত্যাশা নিয়ে সেমিফাইনালে ওঠে আসা ময়ূরখীল এমকে রাইডার্স একাদশকে গোল করার কোনো সুযোগই দেয়নি উপজেলা সদর একাদশ।
গত ১০ জানুয়ারি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম, পিএসসি-এর পক্ষে জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সুহাদ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল ও থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১৮টি অংশ গ্রহণ করে টুর্নামেন্ট। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করবেন বলে আয়োজকরা জানান।