• January 24, 2025

লক্ষ্মীছড়ি বাজারের কলাপাতা কফি হাউজকে ১০হাজার টাকা জরিমানা

 লক্ষ্মীছড়ি বাজারের কলাপাতা কফি হাউজকে ১০হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে কলাপাতা কফি হাউজরের স্বত্বাধিকারী সুলতান আহমদেকে মেয়াদোত্তীর্ণ পণ্য ও কোমল পানীয় রাখার অপরাধে ১০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ১২ অক্টোবর বুধবার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াছিন এ অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২০০৯- এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় দোষী সাব্যস্ত করে নগদ ১০হাজার টাকা জরিমানা করা হলো এবং ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়েছে। এছাড়াও বাজারের অন্যান্য দোকান মনিটরিং করে সবাইকে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার পরামর্শ দেয়া হয়।

ক্রেতাগণকে পণ্য কেনার সময় সংশ্লিষ্ট পণ্যের মূল্য ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কেনার অনুরোধ করেন এই ম্যাজিষ্ট্রেট।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post