• November 13, 2024

লামায় আওয়ামী লীগের বিক্ষোভ ও মানববন্ধন

লামা প্রতিনিধি(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর চাথোয়াই মং মার্মাকে অপহরনের প্রতিবাদে লামা উপজেলা ও পৌর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে এক মানববন্ধনে মিলিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা আবু মুছা ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে একই সময় উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগেও কেয়াজুপাড়া বাজারে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী, যুগ্ন-সাধারন সম্পাদক মাষ্টার আবসার উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম ডলার, সরই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম উদ্দীন, ইউপি সদস্য নাছির উদ্দীন, মো: সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, অভিলম্বে চা থোয়াই মং মার্মাকে মুক্তি না দিলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post