লামায় আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে বান্দরবানের লামায় আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে।
সপ্তাহ ব্যাপী স্কুল, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে এ পতিযোগিতা শুরু হয়ে গতকাল বুধবার সর্বশেষ উপজেলা পর্যায়ে চুড়ান্ত পর্বের এ প্রতিযোগিতা মধুঝিড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। এদিন সকালে উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমী প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক পতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজনের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধন অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমী বলেন, শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের শারিরীরক ও মানসিক ভাবে গড়ে তুলতে ব্যাপক ভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।