লামায় আর্থ-সামাজিক উন্নয়ন কৃষি বিষয়ক মতবিনিময়
প্রিয়দর্শী বড়ুয়া, লামা প্রতিনিধি: বান্দরবানের লামায় কিষাণ-কিষাণীদের আথ-সামাজিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অতিথিগণ স্ব স্ব বিভাগের সেবা সমূহের বর্ণনা তুলে ধরে বলেছেন, সরকারী/ বেসরকারী সেবা সমুহ তাদের আর্থ-সামাজিক উন্নয়নের কাজে লাগিয়ে অভাব-অভিযোগ ও দারিদমুক্ত্র সুখি ও সমৃদ্ধশালী গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করে তুলতে হবে।
মঙ্গলবার কারিতাস এগ্রো-ইকোলজি প্রজেক্টের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অতিথিগণ একথা বলেন। প্রকল্পের মাঠ কর্মকর্তা মো.মামুন সিকদারের সভাপতিতে অনুষ্ঠিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিএডিসি’র উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান। এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা বিনতে সালাম, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, কারিতাসের মাইক্রো ক্রেডিট কর্মকর্তা মো. কামাল উদ্দিন, ব্র্যাক ম্যানেজার মো. জসিম উদ্দিন, কারিতাস স্যাপলিং প্রকল্পের উপজেলা সমন্বয়ক ইয়াহিয়া আহমেদ, এনজেড একতা মহিলা সমিতির প্রতিনিধি নজরুল ইসলাম, সাংবাদিক মো. নুরুল করিম আরমান, সূর্যের হাসি ক্লিনিক প্রতিনিধি উম্মে গোলজার সাদিয়া প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।