লামায় ইয়াবাসহ ১জন আটক
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় ২৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আকরাম হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে পৌরসভা এলাকার কলিঙ্গাবিল মার্মা পাড়া থেকে তাকে আটক করা হয়। আকরাম হোসেন বাজার পাড়ার বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহার নেতৃত্বে উপ-পরিদর্শক রাম প্রসাদ দাশ কলিঙ্গাবিল মার্মা পাড়ায় অভিযান চালায়। এ সময় পাড়ার মংছানু মার্মার দোকানের পিছন থেকে ২৫০ টি ইয়াবা ট্যাবলেটসহ আকরাম হোসেনকে আটক করা হয়।
ইয়াবাসহ আকরাম হোসনেকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক রাম প্রসাদ দাশ বলেন, আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।