লামায় নানা আয়োজনের মধ্যেদিয়ে ‘শিশুমেলা’ সম্পন্ন
প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বর্ণাঢ্য র্যালীশেষে আনুষ্ঠানিক শুভউদ্বোধনী ও আলোচনাসভা, স্টল প্রদর্শনী, সঙ্গীত, চিত্রাঙ্কন ও নৃত্য প্রতিযেগিতা, চলচ্চিত্র প্রদর্শনী এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনের মধ্যেদিয়ে শেষ হলো বান্দরবানের লামায় দু’দিনব্যাপী শিশুমেলা। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি লামা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
গত ২৬ ফেব্রুয়ারি মেলার উদ্বোধনী দিনে বর্ণাঢ্যর্যালি উপজেলা সদর পরিভ্রমণ শেষে মেলার স্থল লামা টাউনহলে গিয়ে শেষ হয়। এখানে নির্বাহী অফিসার নুর-এ জন্নাত রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয উদ্বোধনী সভা। পৌরমেয়র মোঃ জহিরুল ইসলাম প্রধান অতিথি থেকে দু’দিনব্যাপি মেলার শুভ উদ্বোধন করেন। তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্যেদিয়ে শুরু হওয়া দিবসের আলোচনা সভায় লামা থানার পুলিশ পরিদর্শক আপ্পেলা রাজু নাহা, মৎস্য অফিসার জয়বণিক, প্রকল্প বাস্তবায়ন অফিসার ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
অতঃপর শুরু হয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সঙ্গীত, চিত্রাঙ্কণ ও নৃত্যবিষয়ে প্রতিযোগিতার আসর। গতকাল ২৭ ফেব্রুয়ারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনের মধ্যেদিয়ে মেলার শেষ হয়।