লামায় নির্মাণ শ্রমিকের করুন মৃত্যু
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ দুলাল (৪৮)। সে পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিড়ি গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। শুক্রবার বিকাল ৩টায় লামা থানার নির্মাণধীন ৫তলা ভবনের ছাদ থেকে অসাবধানতা বশত নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
সংগীয় নির্মাণ শ্রমিকগণ তাকে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লামা থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।