• September 11, 2024

লামায় রুপসীপাড়া ইউনিয়নে ৭ উন্নয়ন প্রকল্প

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় রুপসীপাড়া ইউনিয়নে ১ কোটি ৩১লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের উন্নয়নের কাজ শুরু হয়েছে। প্রকল্পগুলো হলো, রুপসী পাড়া উচ্চ বিদ্যালয় দ্বিতল ভবনের উন্নয়ন, বিদ্যালয়ে ছাত্রাবাস নির্মাণ, কেন্দ্রীয় মসজিদ সংষ্কার, আনসার ভিডিপি অফিস নির্মাণ, দরদরি হাসপাতাল পাড়া জামেল মসজিদ নির্মাণ, মুসলিম পাড়া সামাজিক ক্লাব এবং রুপসীপাড়া সড়কের শাহআলম বাড়ি হতে তপোবন বিদর্শন ভাবনা কেন্দ্র পর্যন্ত এইচবিবি রোড। প্রকল্পগুলো সম্পাদন হলে এলাকার জীবনযাত্রার মান আরো উন্নত হবে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানান, লামা উপজেলার রুপসীপাড়া একটি মডেল ইউনিয়ন। গত তিন বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, এলজিইডি মিলে প্রায় ৫০ কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে টেন্ডার হওয়া এ ৭টি প্রকল্প বাস্তবায়ন হলে রুপসীপাড়া ইউনিয়নে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরো পালটে যাবে।

এই ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম বোর্ড বান্দরবানে নির্বাহী প্রকৌশলী মো. আজিজুর রহমান জানিয়েছেন, বর্তমান সরকার ২০২১ সালে মধ্যে দারিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশ হিসাবে তা বাস্তবায়ন করতে সকল প্রকার উন্নয়নমূলক কাজ করে চলছে। রুপসীপাড়াতে এ ৭টি প্রকল্প আগামী ২০১৮সালে জুন মাসের মধ্যে শেষ করা হবে বলে তিনি জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post