লামায় লীজের জমি বুঝে না পাওয়ার অভিযোগ

লামা প্রতিনিধি: বান্দরবানের লামায় লীজপ্রাপ্ত জমি বুঝে না পাওয়ার অভিযোগ উঠেছে। জমির মালিক  মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ (প্রা:) লি: এর পক্ষে ব

‘করোনা ভাইরাস’মোকাবেলায় মানিকছড়ি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশংসনীয় উদ্যোগ
বন্যায় দীঘিনালায় ব্যাপক ক্ষতি
বাঘাইছড়িতে সশস্ত্র গ্রুপের বন্দুকযুদ্ধ: নিহত ২

লামা প্রতিনিধি: বান্দরবানের লামায় লীজপ্রাপ্ত জমি বুঝে না পাওয়ার অভিযোগ উঠেছে। জমির মালিক  মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ (প্রা:) লি: এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাজী সোলায়মান এ অভিযোগ করেন। জমি বুঝে পেতে তিনি জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।

সূত্র জানায়, চুক্তিপত্র দলিল নং-১৩৩৫/২০১৫ মূলে লামা উপজেলার ৩০১ নং সরই মৌজার হোল্ডি নং- হর্টি/ ৯০ এর ৪৫৬দাগের আন্দর ৭(সাত) একর এবং ৪৫৭ দাগের  আন্দর ৩(তিন) একরসহ মোট ১০(দশ) একর ৩য় শ্রেনীর জমির মালিক হন মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ (প্রা:) লি: চট্রগ্রাম এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাজী সোলায়মান। মালিক হয়েও জমিতে  কোন প্রকার বাগান সৃজন করতে পারছেনা।

নিজ জমিতে বাগান সৃজন করতে গেলে পাশ^স্থ মালিক দ্বারা বাধা প্রাপ্ত হন। নিয়মানুযায়ী  জমির খাজনা পরিশোধ করে আসলেও সরকারীভাবে তিনি এখনও জমি বুঝে পাননি। মধুবন ব্রেড এন্ড বিস্কুট স্বনামধন্য কোম্পানী কারো সাথে বিরোধে জড়াতে চায়না।তাই সরকারীভাবে জমি বুঝিয়ে দিতে তিনি জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। দ্রুত সময়ে জমি বুঝে না পেলে  অপূরনীয় ক্ষতির সম্মুখিন হবেন বলেও জানান তিনি।