লামায় শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লামা কেন্দ্রিয় হরি মন্দিরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা

মানিকছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত
রামগড়ে জাতীয় বীমা দিবস পালিত   
৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে লক্ষ্মীছড়িতে সেমিনার

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লামা কেন্দ্রিয় হরি মন্দিরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমী ও পৌর মেয়র মোঃ জহীরুল ইসলাম যৌথভাবে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন করেন।

এসময় পুঁজা উদযাপন কমিটির সভাপতি বাবুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক বিজয় কান্তি আইচ, অর্থ সম্পাদক গোপন কান্তি চৌধুরী ও মন্দির সেবক কমিটির সভাপতি প্রশান্ত কুমার ভট্টাচার্যসহ সর্বস্তরের পুঁজারীবৃন্দ অতিথিগণকে স্বাগত জানান।