• September 14, 2024

লামা সরকারী উচ্চ বিদ্যায়ের ৫০ বর্ষপূর্তির সুবর্ণ জয়ন্তী পালিত

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫০ বর্ষপুর্তির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়েই সরকার ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের লক্ষ্য নির্ধারন করে এগিয়ে যাচ্ছে। সরকারের এই মহতি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বস্তরের ছাত্র-শিক্ষক ও অভিভাবকের সর্বাত্মক সহায়তা প্রয়োজন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রতি অত্যন্ত সহানুভুতিশীল। এ প্রসঙ্গে টেনে তিনি কৌতুক করে আরো বলেন,“ ছাগল নাচে খুটার বলে, আমি নাচি জননেত্রী শেখ হাসিনার বলে।” প্রধান অতিথি বিদ্যালয়ের ৬ তল বিশিষ্ট একাডেমী ভবন, ১ শত শয্যা বিশিষ্ট ছাত্র হোস্টেল ও ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্র নির্মানের লক্ষ্যে ৫ কোটি টাকা বররাদ্ধ প্রদান করার ঘোষনা দেন। সে সাথে সুবর্ণ জয়ন্তীর তহবীরে ২ লক্ষ টাকার অনুদানের চেক হস্থান্তর করেন।

সুবর্ণ জয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও পৌর মেয়র জহিরুর ইসলামের স্বাতগ বক্তব্যের মধ্যেদিয়ে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিথী তংচঙ্গ্যা। এতে বাংরঅদেশ নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দন আহমদ, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর পরিচালক (অর্থ ও প্রশাসন) অধ্যাপক ডঃ মোস্তফা কামাল, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, চঃ বিঃ’র নৃবিজ্ঞাণ বিভাগের অধ্যাপক ডঃ রহমান নাছির উদ্দিন, জোনকমান্ডার লেঃকঃ মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম, নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেরা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসমাইল প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post