সম্প্রীতি বজায় থাকলে কাংখিত উন্নয়ন সম্ভব -গুইমারা রিজিয়ন কমান্ডার
স্টাফ রিপোর্টার: শান্তি সম্প্রীতি বজায় থাকলে পার্বত্যাঞ্চলে কাংখিত উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন, ২৪আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। ১৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে গুইমারা উপজেলার ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের চিত্ত বিনোদন কক্ষে জোন কমান্ডার লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায়, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, রামগড় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ফরহাদ, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ¤্রাসাথোয়াই মগ, গুইমারা কলেজ অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা সহ গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি হেডম্যানকারী সহ বিভিন্ন পদবীর সামরিক কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও গুইমারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সদ্য সমাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ পর জেলা পর্যায়ে রানার্সআপ হওয়ায় গুইমারা উপজেলা একাদশের খেলোয়াড়বৃন্দ, কোচ মিল্টন বড়–য়া, ও টীম ম্যানেজার আমির হোসেন প্রমুখ।
সিন্দুকছড়ি জোনের সেনা অফিসার ক্যাপ্টেন সামিউলের উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এলাকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা ও গুইমারা উপজেলা তথা গুইমারা রিজিয়নের আওতাধীন এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে করণীয় নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি পরামর্শ ও আলোচনা করেন।
এছাড়া সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে এলাকার দুস্থ ও গরীব উপজাতীয় মহিলাদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ ও গুইমারা উপজেলা একাদশের খেলোয়াড়কে সংবর্ধনা অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার।