শিক্ষার্থীকে ধ্যানে জ্ঞানে ও মননে সমৃদ্ধ করে তুলতে হবে -ভবানী প্রসাদ সিংহ
লামা (বান্দরবান) প্রতিনিধি: সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ভবানী প্রসাদ সিংহ বলেছেন, শিক্ষার্থীদের কেবলমাত্র পুথিগত বিদ্যা-শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদেরকে ধ্যানে-জ্ঞানে ও মননে সমৃদ্ধ করে পরিপুর্ণ আলোকিত মানুষরুপে গড়ে তুলতে হবে। তিনি শনিবার বান্দরবানের লামায় ‘লামা মডার্ণ হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি স্বর্ণকন্যা জউপ্রু মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মা, নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমী, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসমাইল, সহকারি পুলিশ সুপার আবুসালাম চৌধুরী, পৌরসভা মেয়র জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল ও মোস্তফা জামাল প্রমূখ বিশেষ অতিথি ছিলেন।