• September 20, 2024

শিক্ষার্থীদের জন্য শহীদ মিনার স্থাপন করলেন ঘাগড়ার মুসলিম যুবসমাজ

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি: প্রথম বারের মত নিজেদের স্থায়ী শহীন মিনারে ফুল দিয়েছে রাঙামাটি টেক্সটাইল মিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এ সুযোগটি করে দিয়েছে কাউখালী উপজেলা ঘাগড়া ইউনিয়নের যুবকরা। সামাজিক কাজে একের পর এক অবদান রেখে চলেছেন তারা। দুর্যোগে ত্রাণ দাতা হিসেবে মানুষের পাশে দাড়িয়েছিলেন তারা। এরপর বস্ত্রহীন মানুষদের জন্য মানবতার দেয়াল গড়ে তুলেছিলেন। আর এবার তৈরী করলেন শহীদ মিনার। ঘাগড়া বাজার এলাকার কোমলমতি শিক্ষার্থীদের ইতিহাস ঐহিত্য এবং দেশের জন্য ভাষার জন্য যারা অবদান রেখেছেন তাদের স্বরণ করতে তৈরী করেন এ শহীদ মিনার।

ঘাগড়া মুসলিম যুবসমাজ ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে রাঙামাটি টেক্সটাইল মিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন স্থরের মানুষের কাছ থেকে সংগ্রহ করা টাকায় মাত্র ১৫ দিনে তৈরী হয় এই শহীদ মিনারটি। গত ২০ ফেব্রুয়ারী এটির উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী।

এই শহীদ মিনার তৈরীর অন্যতম উদ্যোক্তা এনাম জানান- গত বছরের বিজয় দিবসে তার ভাগ্নে শহীদ মিনারে ফুল দিতে না পেরে মন খারাপ করে থাকে। সে বলেন তার ভাগ্নের মত অবশ্যই অন্যদেরও মন খারাপ হয়েছে। আর এটা ভেবেই এলাকার যুবক ও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থীদের সাথে নিয়ে শহীদ মিনার তৈরীর পরিকল্পনা করি। সকলের সহযোগীতায় কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি। যারা এ কাজে আর্থিক, মানসিক সহ বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এনাম।

রাঙামাটি টেক্সটাইল মিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম বলেন- ঘাগড়া মুসলিম যুব সমাজের সদস্যদের এ কাজের জন্য ধন্যবাদ দিলে তাদের ছোট করা হবে। তাদের এ উদ্যোগ সত্যিই প্রসংসার দাবীদার। আমার স্কুলের শিক্ষার্থীরা প্রথম বারের মত শহীদ মিনারে ফুল দিতে পেরেছে। যাদের উদ্যোগে এটা হয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post