• April 19, 2025

শিশু কিপন চাকমার অপারেশনে অর্থ সহায়তা দীঘিনালা সেনা জোনের

দীঘিনালা প্রতিনিধি:  খাগড়াছড়ি জেলার দীঘিনালার দূর্গম নুনছড়ি এলাকার দরিদ্র পরিবারের এক শিশুর পা অপারেশনের জন্য আর্থীক সহযোগীতা দিয়েছে সেনাজোন অধিনায়ক। শিশুর বাবা সুমিত চাকমা (৩৮) জানান, তাঁর ছেলে কিপন চাকমার (৬) দুই বছর বয়সে একটি পা আগুনে পুড়ে যায়।

দীর্ঘ চিকিৎসায় ঘা শুকালেও পা অপারেশন করতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু টাকার অভাবে অপারেশন করানো সম্ভব হয়নি তাদের দরিদ্র পরিবারের পক্ষে। বিষয়টি জানতে পেরে দীঘিনালা জোন সহযোগীতার হাত বাড়ান। মঙ্গলবার জোন অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ নগদ ২০হাজার ৩০০টাকা দিয়েছেন।

এতে তাদের দরিদ্র পরিবার অনেক খুশি হয়েছেন। খুব শিঘ্রই ছেলের অপারেশন করানো হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post