• February 13, 2025

সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক যুবকের মৃত্যু

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: সড়ক দুর্ঘটনায় বাবর শাহ (২৭) নামের ফটিকছড়ির এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বাবর শাহ ফটিকছড়ির আবদুল্লাহপুর ইউনিয়নের মাহবুব চেয়ারম্যান বাড়ির মোঃ রফিক আহমদের পুত্র।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় বাড়ি ফেরার পথে রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াছিন শাহ সড়কের আমজাদ আলী মাস্টার বাড়ী এলাকায় বাবরের মোটরসাইকেলের সাথে একটি চাঁদের গাড়ির সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয়রা একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় এমরান নামে আরও একজন আহত হয়েছেন। আহত এমরানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাউজান থানা সেকেন্ড অফিসার আমজাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post