সন্ত্রাসীদের গুলিতে নিহত তুষার চাকমা পেশায় একজন অটো রিক্সা চালক, বাড়ি লক্ষ্মীছড়ি
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি শহরের নারানখাইয়া রেড স্কোয়ারে সন্ত্রাসীদের গুলিতে তুষার চাকমা নামের এক অটো রিক্সা চালক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তুষার চাকমা নারান খাইয়া এলাকায় মোটর সাইকেল গ্যারেজেই বসাছিল। হঠাৎ করে একটি মটরসাইকেলে দুইজন অস্ত্রধারী এবং কয়েকজন পায়ে হেটে এসে তুষার চাকমার নাম জানতে চায়। পরে তুষার চাকমাকে দুই তিনটি গুলি করলে সে মাটিতে লটে পড়ে। পরে ফাঁকা গুলি করতে করতে সন্ত্রাসীরা চলে যায়।
জিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর মালিক জয় চাকমা বলেন, তুষারসহ আমরা একসাথে গল্প করছিলাম। এসময় একদল অস্ত্রধারী দোকানে এসে চুপ থাকার নির্দেশ দেন। এক পর্যায়ে তুষারের নাম-ঠিকানা জিজ্ঞেস করে দোকানের পাশে নিয়ে গুলি করে।
এসময় তাঁরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পশ্চিম নারানখাইয়া দিয়ে পালিয়ে যায়। সে খাগড়াছড়ি সরকারী কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। পাশাপাশি সে ব্যাটারি চালিত অটো রিকসা(ইজিবাইক) চালায় বলে জানান স্থানীয়রা।
পেশায় টমটম চালক তুষার চাকমার বাড়ি লক্ষীছড়ি উপজেলায় দেওয়ান পাড়া নামক এলাকায়। সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ সাহাদাত হোসেন টিটো মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা কেনো এই হত্যাকান্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। নিহতের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।