• September 14, 2024

সাংগ্রাই উপলক্ষে দুল্যাতলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, জোন কমান্ডারের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার: মারমা সম্প্রদায়ের মহা সাংগ্রাই উৎসব উদযাপন উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নে ঐতিহ্যবাহিী ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৭ এপ্রিল মঙ্গলবার দুল্যাতলী ড্রাগন স্পোটিং ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো: মিজানুর রহমান মিজান,পিএসসি,জি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় লক্ষ্মীছড়ি জোনের জেডএসও মেজর আল-মেহেদি মল্লিক, দুল্যাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক উথোয়াই চিং মারমা (উত্তম)। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

পরে মনোঙ্গ এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথি ও স্থানীয় লোকজন। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার আয়োজকদের হাতে আর্থিক অনুদান প্রদান করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য শিল্পীদের সংস্কৃতি চর্চায় আরো উৎসাহ দিতে নগদ অর্থ তুলে দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post