• November 7, 2024

সাংবাদিকদের সাথে গুইমারা রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সাংবাদিকরাই পারে সমাজকে বদলাতে। নানা অপরাধ, অনিয়ম, দুর্নীতির সঠিক তথ্য প্রকাশ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বর্পর্ণ ভূমিকা রাখতে পারে। সাংবাদিকরাই তাদের লেখনির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে।

১৫ ডিসেম্বর সকালে গুইমারা রিজিয়ন কন্ফরেন্স রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে এসব কথা বলেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। তিনি বলেন, সাংবাদিকরা পার্বত্য এলাকার অপার সম্ভাবনার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের চাঁদাবাজির সহ পার্বত্য এলাকার নান উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরতে পারেন। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে পাহাড়ি-বাঙ্গালি সম্প্রীতি রক্ষায় অবদান রাখতে পারে সাংবাদিকরা।

মতবিনিময় সভায় রিজিয়ন জিটু আই মেজর মঈনুল আলম, জিটু আই (শিক্ষা ) মেজর পারভেজ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, সাংবাদিক মো: মোবারক হোসেন, মো: নুরুল আলম,আব্দুল মান্নান, এম সাইফুর রহমান, মুজিবুর রহমান ভূইয়া, মো: নিজাম উদ্দিন, মো: দিদারুল আলম, সাইফুল ইসলাম প্রমুখ। গুইমারা রিজিয়িনের আওতাধীন লক্ষ্মীছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড় ও গুইমারার কর্মরত ৫ উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post