সাজেকে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি-রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী সাজেকে সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী গাড়ি উল্টে অন্তত ৯জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৬অক্টোবর সোমবার দুপুরের দিকে সাজেক যাওয়ার পথে সাজেক সড়কের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি হাইচ গাড়ী (ঢাকা মেট্রো চ-৪২২০) ঢাকা থেকে পর্যটক নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওয়ানা করে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
স্থানীয়রা ও নিরাপত্তাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, পর্যটকবাহী হাইচ গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে উল্টে যাওয়ায় ৯জন আহত হয়। আহতদেও চিকিৎসা দেয়া হচ্ছে।