প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো লক্ষ্মীছড়িতে শারদীয় দুর্গোৎসব

স্টাফ রিপোর্টার: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের। ২৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা সদরে পুকুরে বাদ্যের তালে তালে প্রতিমা বিসর্জন দেয়া হয়।

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সীমিত পরিসরে আয়োজন করা হয় বিজয়া দশমীর শোভাযাত্রা। মহালয়ার মধ্যদিয়ে দেবীপক্ষের শুরু হয়েছিল। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে মর্ত্যে আসার জন্য মহালয়ার দিন যাত্রা শুরু করেন। দেবী দুর্গা পিত্রালয় মর্ত্যলোক ছেড়ে স্বামীর ঘর কৈলাশে ফিরে যাবেন আজ।

দেবী এসেছেন এবার দোলায়-যাবেন গজে চড়ে। লক্ষ্মীছড়ি কালী মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার দত্ত ও সাধারণ সম্পাদক প্রমতোষ মহাজন দুর্গাপুজা সম্পন্ন করতে যারা সার্বিক সহেযাগীতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন ও থানার অফিসার্স ইনচাজ হুমায়ুন কবির পূজার সার্বিক খোঁজ খবর রাখেন। পুলিশ, আনসার-ভিডিপি নিরাপত্তার দায়িত্ব পালন করে।

Read Previous

সাজেকে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯

Read Next

রামগড়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা