• July 27, 2024

সিন্দুকছড়িতে বুদ্ধ মন্দিরের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

 সিন্দুকছড়িতে বুদ্ধ মন্দিরের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

গুইমারা প্রতিনিধি: গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ির গোঁয়াইছড়ি প্রজ্ঞাধর্ম বনবিহার বুদ্ধ মন্দিরে ভিত্তি স্থাপন উদ্বোধন করেন পার্বত্য জেলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মেমং মারমা। আরো উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রসিদ।

শুক্রবার ৭আগষ্ট সকাল ৯টার সময় প্রজ্ঞাধর্ম বনবিহার বুদ্ধ মন্দিরে সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমার সার্বিক সহযোগিতায় বুদ্ধমূর্তিদান, অষ্ট পরিস্কার দান, সংঘদান, হাজার বাত্তি দান ও পিণ্ড‌ দানসহ নানাবিধ পুণ্যানুষ্ঠানের আয়োজন করেন মন্দির কমিটি। উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সিন্দুকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদও পরিদর্শন করেন এবং আগামী বাজেটে মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় মসজিদ কমিটির লোকসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post