• September 14, 2024

সিন্দুকছড়ি জোন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার: কেক কাটা, বিশেষ মোনাজাত, পতাকা উত্তোলন, প্রীতিভোজ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দায়িত্বে নিয়োজিত ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর দুপুরে দুপুরে সিন্দুকছড়ি জোন সদরে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি এফ আই ডেট কমান্ডার কর্ণেল নাজিম উদ্দিন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ নওরেজ নিকোশিয়ার, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল জাহাঙ্গির আলম উপস্থিত ছিলেন।

এছাড়া গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, থানার অফিসার্স ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মেমং মার্মাসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এর আগে আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌছলে তাদেরকে স্বাগত জানান সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে:কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম।

দিবসটি উপলক্ষে সকালে পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post