লক্ষ্মীছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার‘র ঘর পেলো ৮৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৮৪টি গৃহীন ও ভূমিহীন পরিবার পেলো ঘর। ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী অনুষ্ঠানের মাধ্যমে ৩য় পর্যায়ের  জমির দলিল ও নির্মাণকৃত গৃহ সমূহের চাবি হস্তান্তর কর্মসূচি উদ্বোধন করার পর লক্ষ্মীছড়ি কমিউনিটি সেন্টারে গৃহহীন পরিবারের মাঝে দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
জমির দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামীলগি সভাপতি বাবু রেম্রাচাই চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো; ইশতিয়াক ইমন, উপজেলা ভাইস চেয়ার রাজু চাকমা দিপান্তর, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীছড়ি উপজেলায় ৩য় পর্যায় ১০০টি ঘরের মধ্যে মঙ্গলবার ৮৪টি বুঝিয়ে দেয়া হলো।
এর আগে ১ম ও ২য় পর্যায় ৭৩২টি ঘর উপকারভোগিরা পেয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ৮৩২টি মুজিব বর্ষের উপহারের ঘর দেয়া হয়।

Read Previous

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘর পেলেন মহালছড়ির ২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার 

Read Next

রামগড়ে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের জমি ও গৃহ হস্তান্তর