• December 2, 2024

সেনা ক্যাম্প স্থাপনের দাবীতে বাঙ্গালহালিয়ায় মানববন্ধন

শান্তি রঞ্জন চাকমা, কাপ্তাই: সেনা ক্যাম্প স্থাপনের দাবীতে গতকাল মঙ্গলবার বাঙ্গালহালিয়া বাজার চত্ত্বরে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

“পাহাড়ী-বাঙ্গালী দিচ্ছে ডাক, সন্ত্রাসী নিপাত যাক” এই স্লোগানকে সামনে রেখে বাঙ্গালহালিয়া বাজার যাত্রী ছাউনি থেকে একটি বিক্ষোভ মিছিল বাজারের উত্তর-দক্ষিণ দিক প্রদক্ষিণ করে এবং বান্দরবান-চন্দ্রঘোনা সড়কে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পুলক বড়ুয়া, পুলক চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, রেজাউল আলম, রফিক হাওলাদার, মিরাজ হাওলাদার, মংউ মারমা, ক্যসুইউ মারমা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের শান্তির লক্ষে ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর শান্তি চুক্তি করেছিল। কিন্তু পাহাড়ে অবৈধ অস্ত্রধারীরা অবৈধ অস্ত্র ঠেকিয়ে দিন-দুপুরে চাঁদাবাজি ও সহজ সরল মানুষদের হত্যা করে চলেছে। এই অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ঘাঁটিতে অভিযান পরিচালনা করা এবং কারিগর পাড়া ও ভালুকিয়া পাড়ায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করে সম্প্রতি মংসিইনু ও জাহেদ হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post