স্টেডিয়াম পরিদর্শন করলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষ্যে জেলা স্টেডিয়াম এ চলছে ব্যাপক প্রস্তুতি। রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
আগামী ২৩ নভেম্বর খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট জেলার সাতটি জোন নিয়ে সাতটি টিম অংশ গ্রহণে উদ্বোধন করবেন। এবং ৩ ডিসেম্বর ২০২৪ইং সমাপনী খেলার মধ্য দিয়ে শেষ হবে জানানো হয়।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান পরিদর্শনকালে স্টেডিয়ামের চিত্র দেখে কিছু জায়গা সংস্কারের মত প্রকাশ করেন।
এবং বলেন, খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট -২৪ চালুর মধ্য দিয়ে যুব সমাজদের ক্রিয়া মুখি করার জন্য এ আয়োজন। পাহাড়ে ছেলেদের যথেষ্ট সক্ষমতা আছে বলেন। শুধুমাত্র সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে তারা পিছিয়ে আছে। এখান থেকে একদিন তারা জাতীয় পর্যায়ে খেলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। খেলাধুলার সাংস্কৃতিক এ অংশগুলো যদি আমরা আরও উন্নতি করতে পারি তাহলে পাহাড়ে পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকতে পারবে। খাগড়াছড়ি সম্প্রীতি আমরা মনেপ্রাণে বিশ্বাস করি বলেই আমাদের রিজিয়ন কাপ এর এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
পরিদর্শন এ খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম, এইচ এম প্রফুল্ল সহ খাগড়াছড়ি ক্রিয়া অঙ্গনের সাথে সম্পৃক্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।