২১ আস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে খাগড়াছড়িতে আনন্দ মিছিল
খাগড়াছড়ি প্রতিনিধি: ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ে খাগড়াছড়িতে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
১০ অক্টোবর বুধবার দুপুরে রায় ঘোষণার পর পরই খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীর দলের অস্থায়ী কার্যালয় কদমতলী থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে জেলা আওয়ামীলীগের অপর একাংশের বিকাল ৩টায় খাগড়াছড়ি জেলা শহরে পৃথক আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে খাগড়াছড়ির মুক্ত মঞ্চে এক সমাবেশ করে। সমাবেশ থেকে আসামীদের রায় কার্যকরের দাবি জানানো হয়।