অনাথ শিশুদের নিয়ে লক্ষ্মীছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার অবহিতকরণ সভা

Homeস্লাইড নিউজশিরোনাম

অনাথ শিশুদের নিয়ে লক্ষ্মীছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অনাথ শিশুদের নিয়ে তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রকল্প বিষয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপ

রামগড়ে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল
খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে যুবদলের মানববন্ধন
“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত দীঘিনালায়

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অনাথ শিশুদের নিয়ে তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রকল্প বিষয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা কমিউনটি সেন্টারে এ অবহিতরণ সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের নির্বাহী পরিচালক রিপন চাকমা। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারি কীত্তিকা চাকমা,ধনেশ^র দেওয়ান, নিখিল চাকমাসহ জনপ্রতিনিধি ও উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ। জেলার ৩টি উপজেলায় ৭৭০জন অনাথ শিশুদের নিয়ে এই সংস্থা কাজ করে যাচ্ছে।

লক্ষ্মীছড়ি উপজেলায় প্রাথমিক পর্যায় ১০৪জন অনাশ শিশুদের নিয়ে তৃণমূল উন্নয়ন সংস্থা কাজ করছে। খাদ্য, শিক্ষা, বিনোদনসহ অনাথ শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নানাভাবে সহায় করা হবে। পাশপাশি অনাথ শিশুদের অভিভাবকদেরও সহায়তার উদ্যোগ নেবে তৃণমূল উন্নয়ন সংস্থা।