আইজিপি পুরষ্কার পেলো খাগড়াছড়ি পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার: চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, সন্ত্রাসী গ্রেফতার, শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট জব্দসহ চোরাকারবারি গ্রেফতার,আত্মসাৎকৃত অর্থ উদ্ধার, অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক, চোর চক্র আটকসহ মোটরসাইকেল উদ্ধার, ৩ একরের অধিক জায়গায় চাষ করা গাঁজা ক্ষেত ধ্বংস, অবৈধ কাঠ আটক, সন্ত্রাস দমনে কার্যকরী ভূমিকা রাখাসহ অপরাধ নির্মূলে প্রশংসনীয় ভূমিকা রাখায় আইজিপি পুরস্কার পেল খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর।
উল্লেখিত অন্তত ১৫টি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল- মামুন বিপিএম (বার),পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন,এ পুরস্কার অর্জন আমাদের দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের আরো উৎসাহিত ও উজ্জীবিত করবে। অনুজ হিসেবে বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের কাছে শ্রদ্ধেয় আইজিপি স্যারের কর্মজীবন সর্বদা অনুকরণীয় এবং আমাদের বিশ্বাস স্যারের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের এই অগ্রযাত্রা থাকবে।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।এই অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আইজিপি কর্তৃক পুরস্কৃত হয়েছে। যা খুবই প্রশংসনীয়।
এই অর্জন কেবল সম্ভব হয়েছে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনার ফলে।