আলুটিলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি দূর্ঘটনায় নিহত ২
আলমগীর হোসেন, থাগড়াছড়ি: খাগড়াছড়ি আলুটিলা হৃদয় মেম্বার পাড়া রিছাং ঝর্ণা এলাকা ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
আজ (২২মে)বুধবার বিকাল বেলা এই দূর্ঘটনা ঘটে আহত অবস্থায় খাগড়াছড়ি হাসপাতালে নেয়া হলে চিকিৎসা আবস্থায় পুলু মারমা (১৮), পি- উমং মারমা, সাং কুমারী, মানিকছড়ি, চাইলামং মারমা (২২), পি- পাইসানাই মারমা, রিজার্ব, ফটিকছড়ি, মারা জান। এ বিষয়ে নিহতদের এলাকার স্থানীয় ইউপি সদস্য ক্যউজাই মারমা নিহত হ্ওয়ার বিষয়টি নিশ্চিত করেন।