ইউপিডিএফ’র ডাকে অবরোধ বাড়লো আরো ১ দিন

 ডেস্ক রিপোর্ট: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে পরিকল্পিতভাবে নব্য মুখোশ বাহিনী দিয়ে হত্যা ও তাঁকে পার্টি অফিসে এনে শেষ শ্রদ্ধা নিবেদনে বাধাদানের প্রতিবাদে ঘোষিত ৬ জানুয়ারি খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালনকালে প্রশাসনের বিনা উস্কানিতে পিকেটারদের উপর টিয়ারসেল নিক্ষেপ ও খাগড়াছড়ি সদরের কয়েকটি জায়গায় পিকেটিং-এর সময় সেনাবাহিনী কর্তৃক ফাঁকা গুলি বর্ষণের প্রতিবাদে সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামীকাল ৭ জানুয়ারী (রবিবার) খাগড়াছড়ি জেলায় আরো ১দিন সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।

ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এ অবরোধ বাড়ানোর ঘোষণা দেয়া হয়। উক্ত কর্মসূচি সফল করার লক্ষে সকল যানবাহন মালিক, চালক, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

Read Previous

পুলিশের সাথে সংঘর্ষ, গুলি, আহত, গাছের গুড়ি ফেলা ও হামলার মধ্য দিয়ে ইউপিডিএফ’র সড়ক অবরোধ পালিত

Read Next

লক্ষ্মীছড়ি ও মাটিরাঙ্গায় সড়ক অবরোধ পালিত