• December 23, 2024

ইউপি নির্বচনে প্রার্থী বাছাই উপলক্ষে মহালছড়িতে আওয়ামীলী‘র বর্ধিত সভা

 ইউপি নির্বচনে প্রার্থী বাছাই উপলক্ষে মহালছড়িতে আওয়ামীলী‘র বর্ধিত সভা
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: মহালছড়িতে সদর ইউনিয়ন আওয়ামীলীগ  এর উদ্যেগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন এর সঞ্চালনায় সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ লাল মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল।
এতে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি আনোয়ার হোসেন আনু,  সাংগঠনিক সম্পাদক ক্যাচিংমিং চৌধুরী, সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা এ কে এম হুমায়ূন কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া, আবদুল জলিল, মিন্টু মিয়া প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  চেয়ারম্যান পদে দলীয়ভাবে  একক প্রার্থী হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও বর্তমান মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল এর নাম প্রস্তাব করেন। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার  নির্বাচন কমিশন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মহালছড়ি উপজেলাতে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post