দীঘিনালায় ৯বম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

পাহাড়ের আলো: খাগড়াছড়ির দীঘিনালায় নবম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর বিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

শুক্রবার দুপুরে উপজেলার জামতলী বাঙালি পাড়ায় এই বাল্যবিবাহ বন্ধ করা হয়। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে ছাত্রীর অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, ‘জামতলী বাঙালি পাড়া এলাকায় নবম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসককে এলাকা থেকে জানানো হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের প্রস্তুতির সত্যতা পাই। শিক্ষার্থীর মা-বাবা এলাকায় থাকেন না। সে খালুর বাড়িতে থেকে পড়াশোনা করছে। পরে দারিদ্র্য বিবেচনায় নিয়ে জরিমানা না করে স্থানীয় গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়।’

Read Previous

রামগড়ে দেবীদূর্গা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্ত হলো দূর্গোৎসব

Read Next

ইউপি নির্বচনে প্রার্থী বাছাই উপলক্ষে মহালছড়িতে আওয়ামীলী‘র বর্ধিত সভা