ইপসা’র সহযোগিতায় লক্ষ্মীছড়িতে নারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 ইপসা’র সহযোগিতায় লক্ষ্মীছড়িতে নারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ইপসা’র সহযোগিতায় লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২৩ মে জানুয়ারী সোমবার স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস ( এসআইডি- সিএইচটি), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ইউএনডিপি ‘র উক্ত প্রকল্পের কাজ ও করণীয় বিষয়ক ও শিক্ষা দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, অসহায় বিধবা নারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করন, নারী নির্যাতন প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।

মেডিকেল অফিসার সাইদুল ইসলাম সোহেল, থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা, ত্রিলন চাকমা, সুইশালা চৌধুরি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারওয়ার ইউসুফ জামাল, শিক্ষা কর্মকর্তা শুভাশীষ বড়ুয়া, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো. মোবারক হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার আব্দুল ওহাবসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে, মহিলা বিষয়ক কর্মকর্তা জিনিয়া চাকমা,খাগড়াছড়ি জেলা প্রজেক্ট ম্যানেজার (ইপসা) মো. মহিউদ্দিন, জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার(ইপসা) মিলটন চাকমা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post