ঈদ উল ফিতর উপলক্ষে গুইমারাতে সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সকালে রিজিয়ন মাঠে অসহায় ২৬৬ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, সেমাই, চিনি, দুধ ও পোলাউ চাল সহ খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। তিনি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এ ধারা অব্যাহত থাকবে।
এসময় রিজিয়নের বিএম মেজর আহসান উজ জামান, মেজর জহির, মেজর ফয়সাল, ক্যাপ্টেন ইমরান, লেঃ মোত্তালেব সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Read Previous

গুইমারা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Read Next

পাহাড়ের পাখি রক্ষায় ছবি প্রদর্শনী