• December 22, 2024

উন্নয়ন কাজ পরিদর্শনে খাগড়াছড়ি সফর করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার

লক্ষ্মীছড়িবাসীর পক্ষে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে খাগড়াছড়ি সফর করছেন বলে জানা গেছে। ৩০ মে সফরের প্রথম দিন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হালদা নদীর উভয় তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করেন।

এর পর খাগড়াছড়ির বাঘাইছড়ি মাসালং নদী উপত্যকা পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করলে মানিকছড়ি মহামুনিতে ক্রেষ্ট ও ফুল দিয়ে লক্ষ্মীছড়ি উপজেলাবাসীর পক্ষ হতে সম্মাননা জানানো হয়। লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, মানিকছড়ি সাবেক প্রেসক্লাব সভাপতি এস.এম জাহাঙ্গির, বর্মাছড়ি ইউপি চেয়ারমস্যান হরিমোহন চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলা যুবলীগ সভাপতি আবুল কালাম, ছাত্রলীগ সভাপতি মো: মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন। লক্ষ্মীছড়ি উপজেলার পক্ষ হতে ধুরং নদীর ভাঙ্গনরোধে একটি জনকল্যাণমূলক প্রকল্প দেয়ার দাবি জানানো হয়।

সচিব কবির বিন আনোয়ার ৫ দিনের সফর শেষে আগামী ৩ জুন ঢাকার উদ্দেশ্যে খাগড়াছড়ি ত্যাগ করবেন বলে জানা গেছে

তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন সাবেক লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভেজাল বিরোধী অভিযানের আলোচিত ম্যাজিষ্ট্রেড) মোহাম্মদ রোকান উদ-দৌলা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post