করোনা’র বৈরী পরিবেশেও ত্রাণ নিয়ে মাঠে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি: করোনাকালেই প্রিয়তম বয়োবৃদ্ধ মাকে হারিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। সেই শোককে সাথী করেই করোনা দুর্যোগে বিপদগ্রস্থ্য মানুষের পাশে দাঁড়াতে কাপর্ণ্য করেননি তিনি।

এখনও প্রতিদিন মাঠ চষে ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ সময় ব্যয় করছেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের এই সভাপতি। শুধু তাই নয়, নিজ দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক-বেসরকারি উদ্যোগেও নীরবে ব্যক্তিগত তহবিল থেকে উদার হস্তে নগদ অর্থ বিলিয়ে দিচ্ছেন তিনি। পাহাড়ি-বাঙালি সবার প্রতি সমান দৃষ্টিতে ত্রাণ বিতরণে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের।

তিনি এই প্রতিবেদককে বলেন, এটি মহান মুক্তিযুদ্ধের সময়কালের মতো সংকট। একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছে দেশের সম্মুখ যোদ্ধারা। প্রতিদিন চিকিৎসক-চিকিৎসাকর্মী-পুলিশ-সাংবাদিকসহ ফ্রন্টলাইনরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের পরিবার-স্বজনরাও প্রচন্ড দুশ্চিন্তায় আছেন। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের মায়াকে তুচ্ছজ্ঞান করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাই একজন রাজনীতিক-জনপ্রতিনিধি হিশেবে ঘরে বসে থাকার সুযোগ নেই।

Read Previous

ফটিকছড়িতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

Read Next

ফটিকছড়িতে প্রথম করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু, স্বাস্থ্য বিধি মেনে জানাজা সম্পন্ন