করোনা মোকাবিলায় রামগড়ে পৌর সভার উদ্যোগে ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: করোনার ভয়াবহ পরিস্থিতিতে সরকারের ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে ৫শতাধিক দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করেছে রামগড় পৌরসভা।

সকালে রামগড় মিনি ষ্টেডিয়ামে চাউল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রামগড় পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান রিপন, কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আহসান উল্লাহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কণিকা বড়ুয়া প্রমুখ। এতে হত-দরিদ্র, কর্মহীন, মানসিক ভারসাম্যহীন ও নি¤œআয়ের মানুষদের মাঝে এসব ত্রাণ সহায়তা দেয়া হয়।

এসময় সাধারণ মানুষকে ভয়ানক করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সকলকে সচেতন হওযার আহবান জানানোর পাশাপাশি ঘন ঘন হাত ও মুখ ধৌত করা ছাড়াও মুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং পরবর্তী সরকারি নির্দেশনা না দেয়া পর্যন্ত সকলকে বাড়ীতে অবস্থান করতে বলেন পৌর মেয়র।

Read Previous

করোনা দুর্গতদের মাঝে রামগড়ে ইউপি চেয়ারম্যান শাহ আলমের ত্রাণ বিতরণ

Read Next

রামগড়ে সাব্রুম সীমান্তে ফেনী নদীতে ৩দিন ধরে আটকে আছে এক নারী