কাপ্তাইয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত নাছির উদ্দিন
কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতিক নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি মো: নাছির উদ্দিন ৯০৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যানের প্রতিদ্বন্ধী টিউবয়েল প্রতিক নিয়ে সুব্রত বিকাশ তংচংগ্যা পেয়েছেন ৪৭৭৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতিক নিয়ে উপজেলা মহিলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা উমেচিং মার্মা ৬৩২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা যুবলীগের মুুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদিকা ফারহানা আহমেদ পপি পেয়েছেন ৪৪৫৬ ভোট।
প্রতিদ্বন্ধী প্রার্থীর চেয়ে তিনি ১৮৭৩ ভোটে এগিয়ে। ভাইস চেয়ারম্যান এক প্রার্থীর নাম ও প্রতীক না থাকায় সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুল কেন্দ্র স্থগিত করা হয়। স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার হচ্ছে ২০৪৪। কাপ্তাই সহকারী রিটার্নিং কর্মকর্তা আশ্রফ আহমেদ রাসেল স্থগিত হওয়া কেন্দ্রে পূননির্বাচন হবে বলে জানান। উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান পদে মো. মফিজুল হক নির্বাচিত হয়েছেন।