খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থী উদ্ধার: আটক-২, পলাতক-১

শেয়ার করুন

স্টাফ রিপোর্টটার:-

খাগড়াছড়ি সদর জোন কর্তৃক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ খাগড়াছড়ি এর অপহরণকৃত এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

আজ রবিবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর চতুর্থ শ্রেণীর ছাত্র আল রাফি (১১)কে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ার হতে অপহরণ করে একদল অজ্ঞাতনামা অপহরণকারী।

অপহরণের খবর পেয়ে খাগড়াছড়ি জোনের সেনাবাহীনি অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার অভিযানে নামে। তারই ভিত্তিতে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম এর নেতৃত্বে একটি সি টাইপ টহল দল
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পানছড়ি উপজেলার মোল্লাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা আব্দুল রহিম এর ছেলে বাদশা মিয়া নামের এক অপহরণকারীসহ অপহরণকৃত শিক্ষার্থীকে উদ্ধার করে।

পরবর্তীতে অপহরণকারী বাদশা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার হতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ইটখোলা এলাকার বাসিন্দা মৃত হানিফ হোসেন
ছেলে কামরুল ইসলাম নামের আরো ১ জন অপহরণকারীকে আটক করে।

পরে রাঁত ১০ টার সময় খাগড়াছড়ি সদর জোন হতে অপহরণকারীদেরকে খাগড়াছড়ি সদর থানার হস্থান্তর করা হয়েছে।

উলেখ্য, অপহরণের ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা আঃ মান্নান এর ছেলে আঃ মালেক মিয়া (মালু) এখনো পলাতক রয়েছে। তাকে আটকের জন্য খাগড়াছড়ি সদর জোনের অভিযান অব্যাহত রয়েছে।