• January 15, 2025

খাগড়াছড়িতে পুলিশের বাঁধায় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 খাগড়াছড়িতে পুলিশের বাঁধায় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্প মাল্য অর্পণে পুলিশি বাধার মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা শেষে প্রধান অতিথি হিসেবে আগত কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান মিনারের নেতৃত্বে একটি র‍্যালী নিয়ে জিয়া ভাস্কর্যে যেতে চাইলে পুলিশী বাধার মুখে পড়ে।

পরে পুলিশ বেষ্টনীর মধ্যে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের কারা নির্যাতিত নেতা ইব্রাহীম খলিল,সহ সভাপতি নাসির শিকদার, যুগ্ন সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম, সদর উপজেলার আহবায়ক মোঃইব্রাহীম সহ বিভিন্ন উপজেলা পৌর আগত নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক বাঁধার তীব্র নিন্দা জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post