• December 27, 2024

খাগড়াছড়িতে বালুর ট্রাকে বিদেশি মদ পাচারকালে ৩জন আটক

 খাগড়াছড়িতে বালুর ট্রাকে বিদেশি মদ পাচারকালে ৩জন আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পরিবহনের সময় তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ১০৮ বোতল বিদেশি মদ।

৮জুন শনিবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান। তিনি  জানান,” ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে ৪ কাটুর্নে বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের অনন্ত মাষ্টার পাড়া থেকে ১০৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। চক্রের মূলহোতাদের ধরতে গ্রেফতারকৃত ৩ আসামীদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post