খাগড়াছড়িতে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যম পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তপন কুমার পাল।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা তুষার কান্তি চাকমা, বিনার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এ বি এম শফিউল আলম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, যুব উন্নয়নের ইনস্টাক্টর মোঃ মিজানুর রহমান, ব্রিটিশ আমেরিকান টোবাকো খাগড়াছড়ির এরিয়া ম্যানেজার অভিজিৎ সরকার এবং দীঘিনালার লীফ অফিসার শুকলা চাকমা। মাঠ দিবসে ২০০ জন মাশরুম চাষী অংশ নেন।